Home বাংলাদেশবাড়িভাড়া ৫শ টাকা বাড়ানোয় ক্ষোভে ফুঁসলেন শিক্ষকরা

বাড়িভাড়া ৫শ টাকা বাড়ানোয় ক্ষোভে ফুঁসলেন শিক্ষকরা

by News Desk
0 comments

নিজস্ব প্রতিবেদক:
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা-কর্মচারী। গত আগস্ট মাসে তারা ঢাকায় মহাসমাবেশ করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার দাবি তোলেন।

এরপর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেন শিক্ষকরা। তারা বাড়িভাড়া ২০ শতাংশ হারে দেওয়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন।

টানা আটদিন আন্দোলনের পর রবিবার সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়। সরকার বলছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

You may also like

Leave a Comment