রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ ব্যাচের ছাত্র দীপ্ত রায়ের বিরুদ্ধে নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার অভিযোগে তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
এক প্রেস বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, ‘লপ্রিয় নবীর বিরুদ্ধে এমন কটূক্তি কোনোভাবে সহ্য করা হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসুকে আমি অনুরোধ করছি এ ঘটনাটির দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযুক্ত উগ্রবাদী ছাত্রকে দ্রুত বহিস্কার করে তাঁর ছাত্রত্ব বাতিল করার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের কলিজার টুকরা প্রিয় হাবিবের বিরুদ্ধে কটূক্তি করলে আমাদের রক্তের আগুন জ্বলে ওঠে। প্রশাসন যদি দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেন, তবে আমরা আইনি পথে ও শান্তিপূর্ণভাবে আমাদের দাবির বিষয়গুলো সামনে আনবো। তবে প্রশাসন তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত পদক্ষেপ না হলে আমরা আমাদের সংগঠিত ভূমিকা নিয়ে মাঠে নামারও প্রস্তুতি রাখি। প্রত্যেক কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনের ভিতরে রেখে পরিচালিত হবে, এটাই আমরা প্রত্যাশা করি।’
ফাহিম ফারুকী তার বক্তব্যের শেষে সকলকে সংযম ও আইনসম্মত আচরণ বজায় রাখতে আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দাবি জানাবো, কিন্তু কোনোভাবে অগণতান্ত্রিক বা সহিংস পথ বেছে নেওয়া হবে না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
