Home আন্তর্জাতিককাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে তুষারঝড়!

কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে তুষারঝড়!

by News Desk
0 comments

সহেলি মিত্র, কলকাতা: ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কাশ্মীর উপত্যকা। শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে যে বুধবার দক্ষিণ কাশ্মীরের গাদোল বনে তল্লাশি অভিযান চলাকালীন তুষারঝড়ের সময় নিখোঁজ হওয়া দুই প্যারা কমান্ডোর মৃতদেহ তারা উদ্ধার করেছে। সূত্রের খবর, দুই সেনা সদস্যই বাংলার । একজন আবার বীরভূমের বাসিন্দা ছিলেন।

কাশ্মীরে শহীদ ২ সেনা জওয়ান
সেনাবাহিনীর শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস জানিয়েছে যে নিহত প্যারা কমান্ডোরা হলেন ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। সূত্রের খবর, পলাশ মুর্শিদাবাদের এবং সুজয় বীরভূমের রাজনগরের বাসিন্দা। এই সপ্তাহের শুরুতে কোকেরনাগের গাদোলের উচ্চ-উচ্চতা বনাঞ্চলে একটি অভিযানের সময় দুই প্যারাট্রুপার নিখোঁজ হয়ে যায়, যার ফলে নিরাপত্তা বাহিনী ব্যাপক অনুসন্ধান শুরু করে।

এমনিতে গাদোল অতীতে জঙ্গিবাদ-সম্পর্কিত একাধিক বন্দুকযুদ্ধ দেখেছে, যার ফলে জল্পনা শুরু হয়েছিল যে জঙ্গিদের সাথে জড়িত একটি অভিযানের সময় দুজন নিখোঁজ হয়ে থাকতে পারেন। সেনাবাহিনী পরে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলেছে যে জঙ্গিবিরোধী অভিযানের সময় ওই দুই সেনা জওয়ান ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছিল। সেনাবাহিনী জানিয়েছে যে উভয়ের সাথেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তাদের খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করা হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ৫ পাড়ার পলাশের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার সাথে একটি অস্ত্র এবং একটি ব্যাগও রয়েছে, আর শুক্রবার একই এলাকায় সুজয়ের মৃতদেহ পাওয়া গেছে।

শহীদ বীরভূমের যুবক
এদিকে সুজয় সুজয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার। শহীদ জওয়ানের দাদা জানিয়েছেন যে তাঁর কাছেই প্রথম খবর আসে ভাইয়ের চলে যাওয়ার। বীরভূমের রাজনগর থানার অন্তর্গত কুন্ডিরা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৮ বছর।

 

You may also like

Leave a Comment