মাদারীপুর সদর উপজেলার উত্তর কাউয়া কুঁড়ি গ্রামে ইতালি প্রবাসী এক ব্যক্তির তালাবদ্ধ ঘরকে ঘিরে চলছে মাদকসেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত নির্বিচারে ওই ঘরে বসে মাদক সেবন করছে একদল যুবক। চিহ্নিত এই মাদকসেবীরা প্রতিনিয়ত মাদক সেবন করলেও কেউ ভয়ে মুখ করার সাহস পায় না।
জানা গেছে গ্রামের মৃত খলিল মাতুব্বরের ছেলে ইতালি প্রবাসী কালাম মাতুব্বর দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার পুরোনো টিনের ঘরটি বহু বছর ধরে তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই সুযোগে এলাকার কিছু মাদকসেবী ওই ঘরে প্রবেশ করে মাদক সেবন করছে।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মাতুব্বর জানান, বাড়ির মালিক প্রবাসে থাকায় ঘরটি এখন পরিত্যক্ত। আর সেই ঘরেই প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসছে। দিনে-রাতে এখানে মাদকবিরা প্যাথডি নিয়ে থাকে। ঘরের ভেতরে হাজার হাজার ইনজেকশনের সিরিঞ্জ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের তদারকি না থাকায় সাহস পেয়ে প্রতিনিয়ত সেখানে মাদকসেবনের আড্ডা বসছে।
