Home আন্তর্জাতিকঅভিষেকের অর্ধশতকে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত

অভিষেকের অর্ধশতকে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত

by Tipu Sultan
0 comments

নিজস্ব প্রতিবেদক :এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২০৩ রানের টার্গেট দিয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। এছাড়া তিলক ভার্মা অপরাজিত থাকেন ৪৯ রানে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দেখেশুনে খেলতে থাকে ভারত। দলীয় ১৫ ও ব্যক্তিগত ৪ রানে মহেশ থেকশানার বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার শুভমান গিল।

অধিনায়ক সুরিয়াকুমারের ব্যাট থেকে আসে ১২ রান। হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। আসালাঙ্কার বলে মেন্ডিসের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে অর্ধশতক তুলে নেন অভিষেক। ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

সঞ্জু স্যামসন করেন ৩৯ রান। বাকিদের মধ্যে হার্দিক পান্ডিয়া ২ ও আক্সার প্যাটেল অপরাজিত থাকেন ২১ রানে। শেষ পর্যন্ত ২০২ রানে থামে ভারতীদের ইনিংস।

উল্লেখ্য, ফাইনালের দুই দল আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটি মূলত ‘ডেড রাবার’ যার ফলাফল আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।

You may also like

Leave a Comment