Home অর্থ-বাণিজ্য১০৯০ কোটি ডলারে কমেরিকা কিনছে ফিফথ থার্ড ব্যাংক

১০৯০ কোটি ডলারে কমেরিকা কিনছে ফিফথ থার্ড ব্যাংক

by News Desk
0 comments

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। ১০ দশমিক ৯ বিলিয়ন বা ১ হাজার ৯০ কোটি ডলারের শেয়ারভিত্তিক চুক্তিতে কমেরিকা ব্যাংক অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ফিফথ থার্ড ব্যাংক। খবর এপি।

দুই প্রতিষ্ঠান যৌথ বিবৃতিতে জানিয়েছে, একীভূত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নবম বৃহত্তম ব্যাংক হিসেবে আবির্ভূত হবে তারা। একই সঙ্গে মোট সম্পদের আকার দাঁড়াবে প্রায় ২৮ হাজার ৮০০ কোটি ডলার।

পাশাপাশি ফিফথ থার্ড ও কমেরিকা ব্যাংক একীভূত হওয়ার পর নতুন যৌথ প্রতিষ্ঠানের কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আরো বিস্তৃত হবে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চল, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া রাজ্যে কার্যক্রম সম্প্রসারণ হবে। ২০৩০ সালের মধ্যে যৌথ প্রতিষ্ঠানের মোট শাখার অর্ধেকেরও বেশি থাকবে অ্যারিজোনাসহ উল্লেখিত অঞ্চলে।

চুক্তি বিষয়ে ফিফথ থার্ড ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী টিম স্পেন্স বলেন, ‘এ একীভূতকরণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর মাধ্যমে প্রবৃদ্ধি দ্রুত গতিতে হচ্ছে এমন বাজারগুলোয় আমাদের উপস্থিতি আরো শক্তিশালী করতে পারব এবং বাণিজ্যিক খাতে সক্ষমতা বাড়াতে পারব।’

কমেরিকা ব্যাংক অধিগ্রহণের মাধ্যমে শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন শেয়ার বরাদ্দ করবে ফিফথ থার্ড ব্যাংক। চুক্তি অনুযায়ী, কমেরিকার প্রতিটি শেয়ারের জন্য শেয়ারহোল্ডাররা পাবেন ১ দশমিক ৮৭টি ফিফথ থার্ডের শেয়ার।

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংক খাতে সম্প্রতি কিছু ব্যাংক একীভূত হচ্ছে। প্রায় মাসখানেক আগে পিএনসি ফাইন্যান্সিয়াল জানিয়েছে, কলোরাডোর ফার্স্ট ব্যাংককে ৪১০ কোটি ডলারে কিনে নিচ্ছে তারা। এ অধিগ্রহণের ফলে পিএনসি ব্যাংকের কলোরাডো ও অ্যারিজোনার বাজারে শক্তিশালী অবস্থান তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

ফার্স্ট ব্যাংক অধিগ্রহণ করার পর পিএনসি ব্যাংক ডেনভারের বাজারে সবচেয়ে বড় ব্যাংক হয়ে উঠবে। পাশাপাশি অ্যারিজোনা রাজ্যে ৭০টির বেশি নতুন শাখা পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পিএনসির মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৭ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছবে।

You may also like

Leave a Comment