Home অপরাধ অনুসন্ধানধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ, যৌন হয়রানির অভিযোগ

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ, যৌন হয়রানির অভিযোগ

by News Desk
0 comments

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন তিনি। তবে অভিযুক্ত কে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় ফাঁস দেন তিনি।

পরে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

You may also like

Leave a Comment