Home সারাবাংলাপাথরঘাটায় অবৈধ কাঠের ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

পাথরঘাটায় অবৈধ কাঠের ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

by News Desk
0 comments

পাথরঘাটা প্রতিনিধি:
সমুদ্রে কাঠের তৈরি অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলেরা।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের আবু সাঈদ চত্বরে এসে মানববন্ধন করে।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। শত শত নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ড্রাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে ৪০ মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে। কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট ৫ থেকে ১০ মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। এসব ট্রলিং বোটের ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ। ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল।

তারা বলেন, মৎস্য শিকার আইন লঙ্ঘন করে দেশীয় পদ্ধতিতে কাঠের ট্রলারে মাধ্যমে তৈরি করা ট্রলিং বোট উপকূলের কাছাকাছি থেকে নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে সকল প্রজাতির মাঝে ও মাছের পোনা ধ্বংস করছে। এর ফলে সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বৈধভাবে মাছ শিকার করা জেলেরা। এজন্য অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।

মানববন্ধনে পাথরঘাটা, পিরোজপুর, মঠবাড়িয়া, শরনখোলা ও বাগেরহাটে জেলে এবং মৎস্যজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment