Home সারাবাংলানড়াইলে আ.লীগ নেতার নাম জুলাইযোদ্ধার তালিকায়

নড়াইলে আ.লীগ নেতার নাম জুলাইযোদ্ধার তালিকায়

by News Desk
0 comments

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জুলাই যোদ্ধা আহতদের তালিকায় শেখ আশিক বিল্লাহ নামে আওয়ামী লীগ নেতার নাম এসেছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে দায়ের করা মানহানি মামলার বাদী।

রবিবার (১৯ আক্টোবর) সকাল থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

আশিক বিল্লাহ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। তিনি নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

জানা গেছে, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী নিহত এবং আহতদের সহায়তা ও সরকারিভাবে লিপিবদ্ধ করতে দেশব্যাপী তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে নড়াইল জেলায় দুজন নিহত এবং ২৭ জনের নাম আহতদের তালিকায় অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করা হয়। নড়াইল জেলার আহতদের তালিকায় রয়েছে শেখ আশিক বিল্লাহর নাম। তার গেজেট নং-৩৩৬৯১।

আদালত সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে শেখ আশিক বিল্লাহ বাদী হয়ে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর একটি মানহানি মামলা দায়ের করেন। এছাড়া, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে বিতর্কিত বক্তব্যের অভিযোগে ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে আরেকটি মানহানি মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সঠিক তদন্ত পূর্বক পুনরায় তালিকা প্রকাশের দাবিসহ এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

অনেকে বলছেন, আগে ফ্যাসিস্টরা এরকম মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। বর্তমানেও অনেকে ব্যক্তি স্বার্থে একইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আগামীর ইতিহাস কলুষিত করছে।

জানতে চাইলে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জুলাই যোদ্ধা হিসেবে আহতদের তালিকায় তার (আশিক বিল্লাহ) নাম কিভাবে অন্তর্ভূক্ত হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই।

এ ব্যাপারে কথিত ‘জুলাইযোদ্ধা’ শেখ আশিক বিল্লাহ বলেন, আমি একজন প্রকৃত ‘জুলাইযোদ্ধা’। আন্দোলনের সময় আমি ১৯ শে জুলাই ঢাকার মহাম্মদপুর এলাকায় সক্রিয়ভাবে যোগদান করে আহত হয়েছিলাম। আমার চিকিৎসা সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্র মোতাবেক আমি প্রকৃত আহত ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটে অন্তর্ভূক্ত হয়েছি।

You may also like

Leave a Comment