Home বিনোদনহিরো আলমের দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

হিরো আলমের দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

by News Desk
0 comments

বিনোদন ডেস্ক:
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাব নগর থেকে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কিছু নারী ভক্ত দুধ নিয়ে উপস্থিত থেকে হিরো আলমকে দুধ দিয়ে গোসল করাচ্ছেন।

এর আগে ফেসবুকে পোস্ট করে হিরো আলম জানান, আজ বিভিন্ন জেলা থেকে নারী ভক্তরা তার কাছে দুধ নিয়ে এসেছেন, যা দিয়ে তিনি গোসল করবেন। তিনি উল্লেখ করেন, আজ আফতাব নগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।

হিরো আলম আরও জানিয়েছেন, সংসার ও বিয়ের বিষয়ে তার মতামত, এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তান রয়েছে এবং তাদের দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইবার বিয়ে করেছি, কিন্তু আমার স্ত্রীরা আমাকে মিথ্যা কথা বলেছে এবং তাদের আসল উদ্দেশ্য ছিল স্টার হওয়া।

সম্প্রতি কয়েক মাস ধরে হিরো আলম ও রিয়া মনির সম্পর্ক খারাপের দিকে চলে গেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও রিয়া মনি এই গুঞ্জনগুলো সরাসরি প্রত্যাখ্যান করেননি। হিরো আলমের এই তালাক ঘোষণার পর রিয়া মনিকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment