চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় চোলাই মদ, চুরি, প্রকাশ্যে জুয়াসহ একাধিক অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই লিটার দেশীয় চোলাই মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, পিনযুক্ত দুই টি গ্যাসলাইট, চারটি ফয়েল পেপার খন্ড, পাঁচটি স্বচ্ছ রংয়ের প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসসহ কামরুল হাসান প্রঃ বাপ্পি, নুর উদ্দিন প্রঃ সেলিম, মঞ্জুরুল হক রানা, স্বপন কুমার দাস এবং দেলোয়ার হোসেন কে আটক করা হয়। এদের মধ্যে কামরুল হাসান প্রঃ বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুব দল নেতা এবং নুর উদ্দিন প্রঃ সেলিম ইউনিয়ন বিএনপি নেতা।
অপর অভিযানে খুন মামলার আসামী আলমগীর হোসেন, চুরির মামলায় আসামী মোঃ একরামুল হক এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে শাহাদাত মামুন, নুরুল ইসলাম মনাই, মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম, আবু তাহের এবং বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
