Home সারাবাংলাবগুড়ায় যাত্রীবাহী বাসে শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় চালক আটক

বগুড়ায় যাত্রীবাহী বাসে শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় চালক আটক

by News Desk
0 comments

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় যাত্রীবাহি বাস আরকে ট্রাভেলসে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টাঙ্গাইলের এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত বাসচালক সাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসা ‘আর কে ট্রাভেলস’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও তার বন্ধু বাসে ওঠেন।

বগুড়া শহরের বনানী এলাকায় পৌঁছালে বাসের চালক সাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগীর বন্ধুকে হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বক নামিয়ে দেয়। এরপর চালক সাকিব বাসের ভেতর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর দুইটার দিকে বাসটি বগুড়া শহরের উপকণ্ঠে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে থামলে স্থানীয়রা মেয়েটিকে একা কাঁদতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। পরে সে কাঁদতে কাঁদতে স্থানীয়দের কাছে ধর্ষণের ঘটনা বর্ণনা করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে আর কে ট্রাভেলস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ভুক্তভোগী বলেন, আমরা ঘুরতে বের হয়েছিলাম। বগুড়ার কাছাকাছি এলে ড্রাইভার ও হেলপার আমার বন্ধুকে নামিয়ে দেয়। পরে ড্রাইভার জোর করে আমার সঙ্গে অশ্লীল আচরণ করে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার হানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্ত চালককে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার বগুড়ায়আনা হচ্ছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

You may also like

Leave a Comment