Home গণমাধ্যমশীঘ্রই নতুন কলেবরে বাজারে আসছে দৈনিক জাতির কন্ঠ

শীঘ্রই নতুন কলেবরে বাজারে আসছে দৈনিক জাতির কন্ঠ

অনলাইন পোর্টালে প্রকাশনা শুরু

by News Desk
0 comments

ডেস্ক রিপোর্ট:
দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন উদ্যম ও প্রত্যয়ের সাথে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল পরিচিত জাতীয় দৈনিক ‘জাতির কন্ঠ’। সংবাদ পরিবেশনের মান, উপস্থাপনায় নতুনত্ব এবং পাঠকবান্ধব বিন্যাসে সম্পূর্ণ নতুন কলেবরে শীঘ্রই বাজারে আসছে পত্রিকাটি। গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরার প্রত্যয়ে ‘জাতির কন্ঠ’ তাদের কার্যক্রমকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছে।

দৈনিক ‘জাতির কন্ঠ’-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন গণমাধ্যমব্যক্তিত্ব কাজী টিপু সুলতান। সম্পাদক হিসেবে রয়েছেন অভিজ্ঞ পেশাদার সাংবাদিক জাহিদুল হক টিপু এবং অভিজ্ঞ পেশাদার সাংবাদিক আলমগীর ইসলাম নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের সৃজনশীলতার মিশ্রণে এই সম্পাদকীয় দল সংবাদ জগতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পত্রিকাটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা ‘জাতির কন্ঠ’-এর মূল নীতি। সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে, জাতীয় উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরতে এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে কলম চালাতে প্রতিশ্রুতিবদ্ধ সম্পাদকীয় দল ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

নতুন এই উদ্যোগে ‘জাতির কন্ঠ’ শুধুমাত্র প্রিন্ট সংস্করণেই সীমাবদ্ধ থাকছে না। পাঠকের চাহিদা ও সময়ের প্রেক্ষিতে ডিজিটাল প্রকাশনায়ও যুক্ত হচ্ছে নতুন মাত্রা। সর্বাধুনিক প্রযুক্তি, মাল্টিমিডিয়া উপস্থাপনা ও দ্রুত সংবাদ প্রচারের মাধ্যমে অনলাইন পোর্টালটি পাঠকদের আরও ঘনিষ্ঠ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় কর্মকর্তারা জানান, ডিজিটাল যুগের তথ্যপ্রবাহে বিশ্বমানের সাংবাদিকতা চর্চার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পত্রিকাটির অনলাইন সংস্করণে সংবাদ পরিবেশনের পাশাপাশি থাকবে বিশেষ প্রতিবেদন, অনুসন্ধানী সাংবাদিকতা, মতামত ও বিশ্লেষণমূলক কলাম, ফটোজার্নালিজম, বিনোদন, ক্রীড়া ও আন্তর্জাতিক খবরের সমন্বিত উপস্থাপনা।

প্রকাশক কাজী টিপু সুলতান বলেন, “জাতির কন্ঠ এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়, যা পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি সাংবাদিকতার মানদণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা বস্তুনিষ্ঠতা, সততা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বার্তা সম্পাদক জাহিদুল হক টিপু বলেন, “এই পত্রিকার মূল শক্তি হবে সংবাদকর্মীদের নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি স্তরের মানুষের কণ্ঠস্বর ‘জাতির কন্ঠ’-এর মাধ্যমে প্রতিফলিত হবে।”

অন্যদিকে নির্বাহী সম্পাদক আলমগীর ইসলাম জানান, “তরুণ প্রজন্মের চোখ দিয়ে আমরা সংবাদকে দেখতে চাই নতুনভাবে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও পাঠকের অংশগ্রহণমূলক সাংবাদিকতার মাধ্যমে ‘জাতির কন্ঠ’ হয়ে উঠবে জনতার পত্রিকা।”

আগামী দিনে পাঠকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গী করে ‘জাতির কন্ঠ’ দেশের প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে— এমনটাই প্রত্যাশা প্রকাশ করেছেন সম্পাদকীয় দল। পত্রিকাটির নতুন রূপ, ডিজাইন, এবং বিষয়ভিত্তিক কাঠামো ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গণমাধ্যম সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, ‘জাতির কন্ঠ’-এর এই নতুন যাত্রা বাংলাদেশের সংবাদ অঙ্গনে এক নতুন ধারা তৈরি করবে। পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও প্রযুক্তিনির্ভর প্রকাশনার মাধ্যমে এই পত্রিকাটি অচিরেই পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ উৎসে পরিণত হবে।

 

Leave a Comment