Home লাইফস্টাইলওজন বাড়াতে খাদ্যতালিকায় রাখুন সাত খাবার

ওজন বাড়াতে খাদ্যতালিকায় রাখুন সাত খাবার

by News Desk
0 comments

বয়স ও উচ্চতার সঙ্গে সঙ্গে ওজন না বাড়লে অনেকেই বিব্রতবোধ করেন। কম ওজনের কারণে নানা কটুকথাও শুনতে হয়। সহজেই শরীর দুর্বল হয়ে পড়ে। এজন্য অনেকেই হতাশায় ভোগেন। কেউ ভোগেন হীনমন্যতায়।

হতাশ না হয়ে ওজন না বাড়ার কারণ সম্পর্কে জানতে হবে। অনেক সময় থাইরয়েডের সমস্যা বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস কিংবা হজমসংক্রান্ত সমস্যা থাকলে ওজন বাড়ে না। যদি এ ধরনের সমস্যা না থাকে তাহলে খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। নিয়মিত ৭ টি খাবার খান। তাহলে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়বে।

ডিম:
ওজন বাড়াতে প্রতিদিন তিন থেকে চারটি ডিম খেতে পারেন। এতে থাকা প্রোটিন, চর্বি ও ভালো ক্যালরি শরীরকে শক্তি জোগাবে। সহজেই ওজন বাড়বে। তবে কাঁচা ডিম নয়, সবসময় সেদ্ধ ডিমই খান। সেদ্ধ ডিম খেতে খেতে বিরক্ত লাগলে মাঝা মাঝে ভাজা ডিমও খেতে পারেন।

ভাতের মাড়:
ভাতের মাড় শক্তি ও ক্যালরিতে ভরপুর। ভাত ছেঁকে নেওয়ার পর মাড়টুকু সংরক্ষণ করে অল্প লবণ মিশিয়ে পান করতে পারেন। এটি শক্তি জোগাতে এবং ওজন বাড়াতে সাহায্য করে।

শুকনো ফল:
সবচেয়ে সহজ ও কার্যকর উপায়ে ওজন বাড়াতে শুকনো ফল যেমন কাজুবাদাম, কিশমিশ, খেজুর, আমণ্ড ইত্যাদি খান। এগুলোতে থাকে প্রচুর ক্যালরি ও পুষ্টি। প্রতিদিন সকালে নাশতার সঙ্গে ১০-১২টি আমণ্ড, কাজু, কিশমিশ বা খেজুর খেলে অল্প দিনেই ওজন বাড়বে।

পিনাট বাটার:
পিনাট বাটার উচ্চ ক্যালরিযুক্ত খাবার। ওজন বাড়াতে প্রতিদিন একবার করে পাউরুটি বা বিস্কুটের সঙ্গে খানিকটা পিনাট বাটার খেতে পারেন। সন্তানের ওজন বাড়াতেও পাউরুটি ও পিনাট বাটার খাওয়াতে পারেন।

তাজা ফল:
স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সকালের নাশতায় মিষ্টিজাতীয় ফল—যেমন কলা, আপেল, আঙুর, নাশপাতি ইত্যাদি রাখুন। এগুলো ক্যালরির যোগান দেয় এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

আলু:
আলু ওজন বাড়ায়। এতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগার, যা ওজন বাড়াতে সহায়ক। প্রতিদিন দুই বেলা খাবারের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন। চাইলে অলিভ অয়েলে ভাজা আলুর চিপস সংরক্ষণ করে রেখে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।

সবজি ও ডাল:
পরোটার সঙ্গে প্রতিদিন ভারী খাবার না খেয়ে মাঝেমধ্যে সবজি ও ডাল রাখুন। আলু, গাজর, শিমের মতো সবজি এবং বিভিন্ন ধরনের ডাল ওজন বাড়াতে সহায়ক।

You may also like

Leave a Comment