Home খেলাধুলাআর্জেন্টাইন সুপারস্টারকে দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা

আর্জেন্টাইন সুপারস্টারকে দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা

by News Desk
0 comments

আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসছেন লিওনেল মেসি। তবে মেসি ছাড়াও থাকছে একাধিক চমক। আর্জেন্টাইন সুপারস্টারকে দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

মেসি ছাড়াও ওইদিন উপস্থিত থাকবেন মেসির প্রাক্তন সতীর্থ বার্সেলোনায় খেলা পর্তুগিজ তারকা ডেকো এবং ব্রাজিলিয়ান তারকা উইংব্যাক দানি আলভেজ। এছাড়া কলকাতায় মেসির অনুষ্ঠানে যুবভারতীতে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ,বাইচুং ভুটিয়ার মতো ব্যক্তিত্বরা থাকবেন।

ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন মেসির অনুষ্ঠানে টিকিটের দাম শুরু ৩৮৫০ টাকা থেকে। অনলাইনে টিকিট কাটা যাবে ৮ থেকে ১২ অক্টোবর। ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সকাল ১০টায় যাবেন এলএম টেন। সেখানে একটি সেলিব্রিটি ম্যাচ হবে।

মিউজিক্যাল কনসার্ট হবে, পরে মেসি পেনাল্টি মারবেন। তারপর এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে কিছু শিশুর সঙ্গে মেসি দেখা করবেন। ১৪ তারিখ মেসি যাবেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিকেল পাঁচটার সময়ে হবে অনুষ্ঠান। সেখানেও হবে একটি সেলিব্রিটি ম্যাচ। বাকি প্রোগ্রাম একই থাকছে। মুম্বাইতে সেলিব্রিটিদের মধ্যে থাকতে পারেন শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বলিউডের একাধিক তারকা।

১৫ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম রয়েছে মেসির তৃতীয় ও শেষ ইভেন্ট। দুপুর দেড়টা থেকে শুরু হবে অনুষ্ঠান। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ভারত ছাড়বেন মেসি।

You may also like

Leave a Comment