Home বিনোদনঅর্থের প্রয়োজনে নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে না বলতে পারেননি সাইফ

অর্থের প্রয়োজনে নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে না বলতে পারেননি সাইফ

by Tipu Sultan
0 comments

 

অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলো নিয়ে মুখ খুলেছেন বলিউডের সাইফ আলি খান। একটা সময় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবেও তাকে রাজি হতে হয়েছিলো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিলো যখন তাকে সপ্তাহে মাত্র এক হাজার টাকা অফার করা হয়েছিলো একটি উদ্ভট শর্তের বিনিময়ে।

সাইফ জানান, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। তবে শর্ত ছিলো, প্রতিবার টাকা নেয়ার সময় সেই প্রযোজকের গালে দশবার চুমু খেতে হবে।

সাইফের কথায়, ‘সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিলো। চুমুপ্রতি এক হাজার টাকা করে দিয়েছিলেন। অথচ লোকে ভাবে, আমি আর্থিকভাবে ভাগ্যবান; আসলে তা নয়।’

পতৌদির নবাব মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন সাইফের পথ মসৃণ ছিলো, কিন্তু বাস্তবতা ছিলো ভিন্ন। সাইফ জানান, নব্বইয়ের দশকের প্রথম দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

You may also like

Leave a Comment