Home খেলার মাঠেতামিম বিসিবি পরিচালক পদের মনোনয়ন ফরম কিনলেন

তামিম বিসিবি পরিচালক পদের মনোনয়ন ফরম কিনলেন

by Tipu Sultan
0 comments

স্পোর্টস ডেস্ক: বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তামিম।
তার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

এদিকে বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়তে জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আজ সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

এছাড়া সি ক্যাটাগরি থেকে ফরম তুলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও।

গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক।
শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলেছে বিসিবি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ।

You may also like

Leave a Comment