Home রাজনীতিআ.লীগকে ২৯ বছর বাতাস করা পীর এখন জামায়াতকে বাতাস করছেন: প্রিন্স

আ.লীগকে ২৯ বছর বাতাস করা পীর এখন জামায়াতকে বাতাস করছেন: প্রিন্স

by Tipu Sultan
0 comments

ময়মনসিংহ সংবাদ দাতা : বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। অথচ তিনি বলেছিলেন-জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে।

 

প্রিন্স বলেন, সেই পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন, নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে।

শনিবার দুপুরে র ধোবাউড়ায় দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিকালে তিনি ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও দূর্গা পুজার প্রস্তুতি অবলোকন করেন।

সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর নেতারা এমরান সালেহ প্রিন্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যা বিষয়ে অবহিত করেন। এর পর তিনি গোয়াতলা বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান, বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা ও সহযোগিতা দেন।

ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব ।

বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক।

সম্মেলনে সর্বসম্মতি ক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি, শামীম মিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, আব্দুস শহীদ তালুকদারকে সহসভাপতি, সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

You may also like

Leave a Comment